চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে বায়েজিদ থানার নয়ারহাট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ-শ্রমিক মারা গেছেন। নিহতের নাম রিয়াজ প্রকাশ আনু (১৮)।
শুক্রবার (১৮ জুন) দুপুরে দিকে মিয়া বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবসত একতলার ছাদ থেকে নিচে পড়ে যান রিয়াজ। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে বেলা ১টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।