বোয়ালখালীতে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া ও জোটপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন।

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, কানুনগোপাড়া ও জোটপুকুর পাড় এলাকায় অবৈধ স্থাপনার কারণে প্রতিনিয়তই যানজট সৃষ্টি হয়। গত ১৮ আগস্ট দোকানিদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু অধিকাংশ দোকানি অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। যার কারণে আজ অভিযান পরিচালনা করে অবৈধ ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়াও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.