সাতকানিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় ঝঁরিয়ে দিল একজনের প্রান

সাতকানিয়ার ছদাহার হাসমতের দোকান

সৈয়দ আককাস উদদীন

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার সড়কের উপর প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ(২৫ আগস্ট) বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসুত্রে জানাযায়,আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার সময় উপজেলার হাসমতের দোকানের সসম্মূখে  (চট্টগ্রাম-কক্সবাজার সড়ক) চট্টগ্রামগামী প্রাইভেট কার (চট্ট মেট্টো গ১২-১৪৫৫) এর ধাক্কায় পথচারী আব্দুল গফুর ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি উপজলার ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকার  মোজাফফর হোসেন এর ছেলে।

দোহাজারি হাইওয়ে থানার উপ পরিদর্শক মোহাম্মদ হোসেন প্রাইভেট কারের ধাক্কায় এক ব্যাক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ হস্তান্তর করা হয়েছে। গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.