সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ আবারো ১০ জন পুলিশের জালে!

বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়া থানার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জিআর মামলা, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ গতকাল (৬ জানুয়ারি) ১০ জনকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

সাতকানিয়া থানার দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আসামিরা হলেন, এওচিয়া দেওদীঘি এলাকার মোঃ শহিদুল ইসলাম প্রকাশ শহিদ, সাতকানিয়া ইউনিয়নের বারদোনা এলাকার রেজাউল করিম, উত্তর ঢেমশা দিঘীর পাড় এলাকার মো.জাবেদ, বড়দুয়ারা চেইনতলা পাহাড় এলাকার আলী আহমদ, পশ্চিম গাটিয়া ডেঙার মো আবু তাহের, উত্তর বাজালিয়ার মোঃ সেলিম, দক্ষিণ ঢেমশা আশেকের পাড়ার মোঃআনু মিয়া, এওচিয়া ৪নং ওয়ার্ডের আবু বক্কর ও খাগরিয়া ইউনিয়নের মাইজ পাড়ার নুরুল আলম।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত সকল আসামিদের চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.