নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবর্তিত পরিস্থিতি খুনখারাপি, ডাকাতি, চুরি ছিনতাই, চাঁদাবাজি, পাহাড়কাটা, ভূমিদস্যুদের মাথাচাড়া দিয়ে ওঠাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত এবং জোড়া-মার্ডার পর্যন্ত হয়ে অচল একটি জনপদে পরিণত হয়েছে।
সম্ভবত প্রশাসনের উপর মহলে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
তারই আলোকে বুধবার(২৩শে অক্টোবর) রাতে উপজেলা প্রশাসন সাতকানিয়া ভেরিফাই পেজে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান সাতকানিয়া উপজেলা কোর কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে আজ থেকে উপজেলা প্রশাসন সাতকানিয়া, বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ বাহিনী, আনসার বাহিনীর সমন্বয়ে ১৭ টি ইউনিয়নে রাত থেকে ৫টি টিমে যৌথ টহল শুরু হয়েছে।
তবে এদিকে স্থানীয়রা জানিয়েছেন ইউএনও আইনশৃঙ্খলা ঠিক রাখতে শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছেন।