পটিয়ায় গোয়েন্দা অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

 

আ ন ম সেলিম, পটিয়া(চট্টগ্রাম) :

 

চট্টগ্রামের পটিয়ায় বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বিকেলে পটিয়া সদরের বিওসি রোডের নুরজাহান এন্ড বিরিয়ানী হাউসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-নগরের কোতোয়ালীর এনায়েত বাজার এলাকার বাসিন্দা আবু সৈয়দের পুত্র সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর এলাকার বাসিন্দা মৃত ওজিউল্লাহ’র পুত্র মো: সালাউদ্দীন (৩৬।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পটিয়া সদরের বিওসি রোডে হোটেল নুরজাহান এন্ড বিরিয়ানী হাউসের সামনে পাকা রাস্তার উপর পটিয়া থানা পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলে আরোহী দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করলে তাদের হেফাজত থেকে পুলিশ ১টি বিদেশি পিস্তল (Made in USA), ১টি ম্যাগাজিন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিলো বলে স্বীকারোক্তি দেয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পটিয়া থানায় মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.