চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউপির ফতেনগর এলাকায় জলাবদ্ধতা হতে রক্ষায় ব্যাক্তিগত উদ্যোগে খননকৃত প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ড্রেন সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট বদিউল আলমের পরিবার তাদের নিজস্ব জমির উপর প্রায় ৩ কিলোমিটার ড্রেন খনন করেন। বর্তমানে ড্রেনটি সংস্কার উপযোগী হওয়ায় সংস্কার করে সম্প্রসারণ করতে গেলে প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে এক ব্যক্তি সে সংস্কার কাজে বাঁধা প্রয়োগ করে। এব্যপারে স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ,ইউসুপ,সেকান্দর আলম ও জাহেদুল ইসলাম জানান এলাকায় পানি নিস্কাসনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় বর্ষাকালে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং দীর্ঘদিন পানি জমে চাষাবাদ ব্যাহত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে বদিউল আলমের পরিবারের সদস্যরা নিজস্ব জায়গায় পানি চলাচলের জন্য ড্রেন খনন করেন। বর্তমানে ড্রেনটি সংস্কারের উপযোগী হওয়ায় সংস্কার করতে গেলে সেখানে স্থানীয় বাসিন্দা সীমান্ত বড়ুয়া এক প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে বাঁধা প্রদান করেন। যদি দ্রুত সংস্কার করা না যায় পুনরায় জলাবদ্ধতা সৃষ্টি ও কৃষি উন্নয়ন ব্যাহত হওয়ার আশংকা রয়েছে বলেও জানান তারা। বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন খালেদ বলেন,যদি দ্রুত সংস্কার সম্ভব না হয় তবে বিস্তীর্ণ ভূমি পানিতে তলিয়ে যাবে,চাষাবাদ ব্যাহত হবে।