হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। অন্যদিকে, এর কিছুক্ষণ পর বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টরস্থ জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দ্বিতীয় ককটেলটির বিস্ফোরণ ঘটে।
বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বলেন, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের সম্ভাবনা রয়েছে। পুলিশ নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার পেছনে কারা, উদ্দেশ্য কী- সবই খতিয়ে দেখছে।