জুনের মধ্যে রেলবহরে যুক্ত হচ্ছে উপহারের ২০ ইঞ্জিন

দ্বিতীয় দফায় ভারত থেকে উপহার হিসেবে পাওয়া নতুন ২০টি লোকোমোটিভ (ইঞ্জিন) রেলবহরে যুক্ত হচ্ছে জুনে। মঙ্গলবার (২৩ মে) বাংলাদেশে আসা লোকোমোটিভগুলো পাকশী বিভাগীয় রেলওয়ের ডিজেল লোকোমোটিভ রানিং শেডে নেওয়া হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলো যুক্ত হবে রেল বহরে।

এর আগে, মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টায় লোকোমোটিভগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এদিন বিকেলে ভারতের গেদে স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা স্টেশনে ট্রেনগুলো প্রবেশ করে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার সারাবাংলাকে জানান, লোকোমোটিভগুলো কারখানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রেলবহরে যুক্ত করা হবে।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের রেলসংশ্লিষ্ট ছয়টি প্রকল্প চালু আছে। রেলের যে কোনো সমস্যায় আমরা বিভিন্ন সময় ভারতকে পাশে পাই। ঠিক তেমনি ২০টি লোকোমোটিভ ভারত আমাদের দিয়েছে। এ লোকোমোটিভগুলো আমাদের কিছুটা হলেও ঘাটতি কমাবে।

উল্লেখ্য, ৩৩০০ হর্স পাওয়ারের ইঞ্জিনগুলোর এক্সেল লোড ১৯ দশমিক ৫ টন এবং গড় বয়স ৮ থেকে ১০ বছর। বাংলাদেশ ও ভারতের দুই রেলমন্ত্রীর মধ্যে ২০২২ সালের ১ জুলাই অনুষ্ঠিত সভায় বাংলাদেশকে এই ২০ ইঞ্জিন দেওয়ার বিষয়টি আলোচনায় ওঠে। সেখানে বাংলাদেশ রেলওয়েকে ২০টি ব্রডগেজ লোকোমোটিভ অনুদান হিসেবে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

একই বছরের ২৯ থেকে ৩১ আগস্ট ভারতের নয়াদিল্লির রেলভবনে অনুষ্ঠিত ইন্টার গভর্নমেন্ট রেলওয়ে মিটিংয়ে (আইজিআরএম) বাংলাদেশ রেলওয়েকে ২০টি ব্রডগেজ লোকোমোটিভ অনুদান হিসেবে দেওয়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে, ২০২০ সালেও ভারত থেকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ অনুদান হিসেবে পায় বাংলাদেশ রেলওয়ে। লোকোমোটিভগুলো পশ্চিমাঞ্চলের রুটে চলাচল করছে।

মন্তব্য করুন

Your email address will not be published.