নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ার নলুয়ার পূর্বগাটিয়া ডেঙ্গায় স্বনামধন্য সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয়ের ২০১৯সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরাই এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন।
সাতকানিয়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা(অনবদ্য ১৯) সংগঠনের ব্যানারে এবারের ঈদুল আজহার ছুটিতে সবাই একত্রিত হয়ে ফিরে পেল যেন তাদের সেই সোনালী অতীত।
মুক্ত আকাশ, মেঠো পথ আর স্কুল ক্যাম্পাসের সবুজ ঘাসের প্রাঙ্গণ তাদের দিল যেন আবার সেই কৈশোরের সজীবতা। স্মৃতির সেই বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সফলভাবে সম্পন্ন হয় ঈদ পুনর্মিলন অনুষ্ঠান।যেখানে তারা স্কুলের গন্ডি পেরিয়েছে চার বছর আগে।
তাদের এই জমকালো ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফেরদৌস বিএসসি, ব্যবসায় শিক্ষা বিভাগের সিনিয়র শিক্ষক লিয়াকত আলী, মো:রাসেল,সাবেক শিক্ষক মোশারফ হোসেন,। ইংরেজি শিক্ষক আমানুল্লাহ সোহেল, ধর্মীয় শিক্ষক মাওলানা হাসান, সহ আরো অনেকেই।
উপস্থিত শিক্ষকগণ তাদের প্রাক্তন এই ছাত্রদের সৃজনশীল কর্মকাণ্ডের ভুয়সী প্রসংশা করেন এবং বলেন যে “আমাদের এই ব্যাচটি পাঠ্যসূচীর বাইরেও সবরকম সৃষ্টিশীল কর্মকান্ডে অংশগ্রহণ করত। তারা শিক্ষা সফর, খেলাধূলা, বৃক্ষরোপণের মতো মননশীল কাজগুলোতে বেশ মনোযোগী ছিলো “। আমাদের এই সম্প্রীতি যেনো আগামীতেও অটুট থাকে এইটা প্রত্যাশা করেন।
এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীরা জানান আমরা স্কুলে পড়াকালীন যেমন স্যারদের সাথে যাবতীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি। এই স্কুল আমাদের দ্বিতীয় বাড়ী, আবেগ ও ভালোবাসার কেন্দ্র এটি।
গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয় ২০০২ সালে প্রতিষ্ঠিত হলেও, আজ পর্যন্ত কোন প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয় নি। সকল ব্যাচের পক্ষ হতে এটির জন্য একাধিকবার চেষ্টা করলেও সফলতার মুখ দেখে নি। তবুও প্রতিবছর নিজেদের মতো ঈদ পুনর্মিলন আয়োজন করে যাচ্ছে এসএসসি -২০১৯ ব্যাচ। তারা সকলে অত্র স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের জন্য ২০০২ সাল হতে ২০২২ সাল পর্যন্ত সকল ব্যাচের সহযোগিতা কামনা করে।
তাদের ব্যাচের সকল শিক্ষার্থীদের মধ্যে সবাই উপস্থিত ছিলেন রাকিবুল হাসান জুবাইর, ,তাওহীদ ইসলাম,তানভীর আসিফ,রবিউল হাসান ইফতেখার,আব্দুল্লাহ আল মামুন, মো:আনোয়ার, ইরফানুল হক,আব্দুল্লাহ আল মামুন, কায়েস উদ্দীন,, শেখ ফরহাদ, মোহাম্মদ তারেক, হালিম উদ্দীন, মোহাম্মদ সাকিব, আয়াতুল্লাহ শান্ত, মোহাম্মদ আরিফ, ফরহাদ মেহেদী, ইয়াসীন মেহেদী, আব্দুর রহিম, মোহাম্মদ রাসেল সহ আরো অনেকেই। তাছাড়া তাদের এই অনুষ্ঠানে প্রবাসী বন্ধুরা স্ব-শরীরে উপস্থিত থাকতে না পারলেও নিজ জায়গা থেকে বাকীদের ন্যায় আর্থিকভাবে অংশগ্রহণ করেছেন বলে তারা জানান।
এসময় জানা যায় এই পুনর্মিলন অনুষ্টান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ১৯ ব্যাচের শিক্ষার্থী বিশেষ করে তানভীর আসিফ, আব্দুল্লাহ আল মামুন,মো:আনোয়ার,কায়েস উদ্দীন এরা দায়িত্বরত ছিলেন। অনুষ্টানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বরত সকলকে এসএসসি ব্যাচ ২০১৯ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।