চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মো. বোরহান উদ্দীন (৫৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেরানিহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো. বোরহান উদ্দীন চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। জানা গেছে, তার বাড়ি ফেনী জেলায়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, অন্যদিনের মত আজ শনিবার সকাল থেকে সড়কে দায়িত্ব পালন করছিলেন বোরহান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ মাথা ঘুরে সড়কে পড়ে যান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হার্ট অ্যাটাকে কনস্টেবল বোরহানের মৃত্যু হয়েছে বলে জানায় ওই হাসপাতালের চিকিৎসকরা। আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বলেন, ট্রাফিক পুলিশের সদস্য বোরহান উদ্দীন সকালে কেরানিহাটে দায়িত্ব পালন করাকালীন হঠাৎ মাটিতে পড়ে যান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সঙ্গে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও পুলিশের কর্মকর্তারা আছেন। মরদেহ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে আনা হবে, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।