অর্থ নয়, মানবসেবাই মুখ্য ছিল আফছারুল আমীনের

শনিবার (৮ জুলাই)  পিএইচ আমীন একাডেমি প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজিত ডা. মো. আফছারুল আমীনের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।

তিনি বলেন, ১৯৯১ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চিকিৎসাসেবা দিয়ে আফছারুল আমীন মানুষের মন জয় করে নেন এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। তিনি আমৃত্যু হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন।

অর্থ নয়, মানবসেবাই মুখ্য ছিল আফছারুল আমীনের কাছে। জনসেবার মাধ্যমে রাজনীতিতে দৃঢ় অবস্থান তৈরির ক্ষেত্রে তিনি উজ্জ্বল উদাহরণ হয়ে পথ দেখাবেন চট্টগ্রামের আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বকে।অহিদুল আমীনের সভাপতিত্বে এবং কাউন্সিলর মো. ইলিয়াছের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদীয় উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। উপস্থিত ছিলেন কাউন্সিলর নূরুল আমীন, ওয়াসিম উদ্দিন চৌধুরী, এরশাদুল আমীন, এসএম জাহিদ চৌধুরী, মাহবুবুল হক মিয়া, ডা. শাহ আলম, ডা. মাহিদ বিন আমীন, আবুল কালাম আবু, ফয়সাল আমীন, নুরুল আফছার চৌধুরী, সুলতান আহমেদ চৌধুরী, আশফাকুল আলম আশফাক, আনোয়ারুল হক জসিম, এসএম এরশাদ উল্লাহ, শেখ মোহম্মদ আবদুল মান্নান, আফগানি বাবু, সাইমন রিয়াদ, মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই

মন্তব্য করুন

Your email address will not be published.