সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী ফরিদ

 

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের স্বনামধন্য ব্যবসায়ী মো: ফরিদুল আলমের বিরুদ্ধে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন নামে বেনামে ফেইক আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

 

 

ওখানে তাকে পতিত সরকারের দোসর হিসেবেও আখ্যায়িত করা হয়েছে, এমন কিছু ফেসবুকের স্ক্রীনশট নিয়ে তিনি গণমাধ্যমে একটি প্রতিবাদলিপি দিয়েছেন।

 

 

উক্ত প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেছেন বিগত ৩০বছরেরও বেশী সময় ধরে আমি সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছি।

 

 

ব্যবসা করতে গিয়ে আমার সাথে দলমত নির্বিশেষে সবার সাথে মিশতে হয়েছে।

 

 

অথচ! আমাকে বিভিন্ন ফেইক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে দোসরদের অন্যতম সহযোগী।

আমি চ্যালেন্জ করে বলতে চাই আমি কখনো কোন দলের সাথে জড়িত কিংবা কোন দলের পদে ছিলাম না।

 

 

এবং আমার বিশ্বাস এলাকাভিত্তিক আমার যে সামাজিক অবস্থান আছে তাকে হেয় করতেই দূর্বৃত্তরা এই অপতৎপরতা চালাচ্ছে।

আমি এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.