বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাস বহনকৃত লরি গাড়ীর সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন।

বুধবার (১৬ অক্টোবর) বিকাল ২ টা ২০ মিনিটের দিকে আনোয়ারা – বাঁশখালী পিএবি প্রধান সড়কের সাধনপুর ইউপির বানীগ্রাম দমদমার (নতুন দিঘী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলে নিহত হন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালমারচড়া ইউপি উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়া পাড়া এলাকার মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার কন্যা সন্তান রশ্মি বড়ুয়া (৩) ও মহেশখালী হোয়ানক কেরুনতলী নয়াপাড়ার ওয়াসিফ রায়হান (২৫)।

এ ঘটনায় আহতরা হলেন, মহেশখালী হুয়ানক ইউপির ৫ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১), সিএনজি চালক জাবের (১৯)।

এ বিষয়ে ঘটনা স্থলে থাকা রামদাস হাট পুলিশ ফাঁড়ির এস আই মোঃ শাখাওয়াত হোসনের সাথে বেশ কয়েক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেন নি।

মন্তব্য করুন

Your email address will not be published.