নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়ার তরুন সমাজ সেবক মো: এনাম চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন।
১৬ই অক্টোর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর সলিসিটর/জিপি-পিপি (চট্টগ্রাম-১৮/২০২৪ (অংশ-৩)-১৩১, তারিখ- ১৬/১০/২০২৪ নং স্মারক মূলে চট্রগ্রাম জেলা ও মহানগর জজ আদালতের অধীন এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালের আইন কর্মকর্তা নিয়োগ প্রধান করা হয়েছে।
যেখানে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেলেন চট্রগ্রাম জেলা সাতকানিয়া উপজেলার বাজালিয়ার এই এনাম।
মুহাম্মদ এনামুল হক বাজালিয়ার মাহালিয়া এলাকার কৃতি সন্তান।
নিম্নে তার শিক্ষাজীবন তোলে ধরা হলো-
প্রাথমিক শিক্ষা মাদরাসা : ১ম থেকে ৫ম শ্রেণী পযর্ন্ত : মাহালিয়া ইবতেদায়ী আর্দশ মাদরাসা
প্রাথমিক শিক্ষা স্কুল : প্রশিকা শিক্ষা কেন্দ্র , বাজালিয়া।
বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসা (দাখিল ২০০৪)
বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসা (আলিম ২০০৬
বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসা (ফাজিল ২০১০)
কামিল : বায়তুশ শরফ মাদ্রাসা চট্টগ্রাম ২০১৩
টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মেঘলা,বান্দরবান , কোর্স বিষয় কম্পিউটার ২০০৭
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। অনার্স বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চট্টগ্রাম ২০১৩
মাস্টার্স চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম। বিষয় : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ফাস্ট ক্লাস ২০১৪
এলএলবি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ চন্দনাইশ চট্টগ্রাম