কাঞ্চনায়- রাতের আধাঁরে ছোড়া গুলিতে আহত একজন

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ২ টার সময় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধোপা পাড়ার টেক এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মো. এরশাদ (৪৫) কাঞ্চনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নান এর সন্তান। রাতে তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহয়তায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল শেষ করে নিজ বাড়ীতে ফেরার সময়ে মো. এরশাদ সিএনজি যোগে কাঞ্চনা ধুপিপাড়া টেকে এসে পৌছালে অজ্ঞাতনামা ৪-৫ জন তাদের উপর অতর্কিতভাবে গুলি চালায় । এতে এরশাদ গুরুতর আহত হয়।

এই বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মোস্তফা কামাল খান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.