সাতকানিয়া- ‘মাদকসেবনের বাহানায়’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ওসমানসহ স্থানীয়রা

বাজালিয়া-

 

সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়ায়-৯এপ্রিলের প্রকাশিত ‘মাদকসেবনের বাহানায় দূর্বৃত্তরা  পুঁড়িয়ে দিলো ঘরবাড়ি, লুটপাট মূল্যমান জিনিস’   শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদও নিন্দা জানিয়েছেন ওসমান,ফোরকান ও আনোয়ারসহ বেশকিছু স্থানীয় ব্যক্তিবর্গ।

বৃহস্পতিবার (১০ই এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদে ওসমানসহ উপরোক্ত ব্যক্তিবর্গের সাক্ষরে এই প্রতিবাদ বিবৃতি পাঠানো হয়।

 

স্থানীয়রা ওই প্রতিবাদ বিবৃতিতে জানান, মাদকসেবী নুরুল ইসলামকে সামাজিক ভাবে মাদকসেবন ও মাদক বেচা বন্ধের জন্য বার বার চাপ প্রয়োগ করা হয়।

ইতিমধ্যে বেশকয়েকবার তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের জন্য সাতকানিয়া থানায় এলাকাবাসীর পক্ষে মো:ওসমান বাদী হয়ে একাধিক অভিযোগ ও করেন বলে প্রতিবাদ লিপিতে বলা হয়।

শুধু তাই নয়, চট্টগ্রামের বহুল আলোচিত চট্টগ্রাম সংবাদ আর জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় মাদকবিক্রেতা নুরুল ইসলামের বাড়িঘর লুটপূর্বক অগ্নিসংযোগ করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছিল সেই সংবাদে প্রকৃত সংবাদ ওঠে আসেনি,প্রকৃত সংবাদ হচ্ছে তার ঝুপড়িঘরটা সরকারি খাসজায়গায়।

 

আমাদের জানামতে পরিচিত কেউ লুটপাট কিংবা অগ্নিসংযোগ করেনি।

তবুও আমাদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে, আমরা উক্ত সংবাদে কাউকে প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, পাশাপাশি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.