বাচ্ছু পাটোয়ারি কমল,মিরসরাই প্রতিনিধিঃ
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক–ই–আজম চট্টগ্রামের মিরসরাইয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মিরসরাইয়ের খৈয়াছড়া শ্রীশ্রী কালীমাতা বিগ্রহ মন্দির, শ্রীশ্রী মহামায়া মন্দির, রামলোচন মহাজন বাড়ি দুর্গাপূজা, মিরসরাই কেন্দ্রীয় জগদীশ্বরী কালী বাড়িসহ বেশ কিছু মন্দির পরিদর্শন করেন।এসময় ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।উপদেষ্টা উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের বিষয়ে খোঁজ নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
নির্বাচন হবে কিনা এই নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন নির্বাচন হবে না ! জাতি এবং সরকার সবাই নির্বাচনের দিকে ঐক্যবদ্ধ হয়ে এগোচ্ছে এই বিষয়ে শঙ্কিত হওয়ার কোন কারণ নাই, নির্বাচন হবে আমাদের নির্বাচিত সরকার আসবে জনগণ যাকে পছন্দ করে। এই নির্বাচন আর আগের মত হবে না একপাক্ষিক এক ব্যক্তিদর্শী এক দলদর্শী নির্বাচন আর হবে না সম্মলিত ভাবে আমাদের দেশ আমরা গড়ে তুলবো।’