নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলীতে খালে ভেসে উঠেছে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের লাশ। থানার সীমানা নিয়ে দ্বিধা তৈরি হওয়ায় লাশ উদ্ধারে দেরি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দৌলতপুর ফাজিল খার হাট এলাকার খাল থেকে কর্ণফুলী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
কর্ণফুলী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ‘খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।’
তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
তবে স্থানীয়দের দাবি, বিকেলেই লাশটি খালে ভাসতে দেখা গেলেও আনোয়ারা ও কর্ণফুলী থানার সীমানা নির্ধারণ নিয়ে টানাপোড়েনের কারণে উদ্ধার অভিযান শুরু হতে দেরি হয়।
এ বিষয়ে শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) রেজাউল করিম বলেন, ‘ঘটনাস্থলটি আনোয়ারা থানার অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে।’