চট্টগ্রাম সংবাদে ধারাবাহিক  খবর প্রকাশের জেরে তোলপাড়-এওচিয়ায় অবৈধ ইটভাটাকে জরিমানা

ফাঁকফোকরে বেঁচে যাচ্ছে অবৈধ আরো ৪ ইটভাটা-

 

সৈয়দ আককাস উদদীন সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ার ছনখোলায় গভীর রাতে পাহাড় কাটা নিয়ে চট্টগ্রাম সংবাদ ধারাবাহিক খবর পরিবেশন করলে টনক নড়ে উপজেলা প্রশাসনের।

 

তারই ধারাবাহিকতায় শনিবার রাতে এওচিয়ার ছনখোলার কেবি৩ নামক একটি ইটভাটাকে জরিমানা করা হয়।

জরিমানার বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অবৈধভাবে পাহাড় কাটায় দ্বিতীয়বারের মত সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলায় KB3 ব্রিক-ফিল্ডের মালিকপক্ষ কে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা ও আদায় করা হয়।গতমাসে একই ইট ভাটাকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছিলো।

 

উল্লেখ্য :এওচিয়ার চূড়ামণি ছনখোলার মাটি কাটা ও বালু উত্তোলন এবং অবৈধ ইটভাটা নিয়ে গত একমাসে জাতীয় দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম সংবাদসহ মোট ১৭টি প্রতিবেদন প্রকাশ করেছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.