পটিয়ায় দূর্ধর্ষ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

 

ন ম সেলিম,পটিয়া(চট্টগ্রাম) :

চট্টগ্রামের পটিয়ায় দূর্ধর্ষ ডাকাত ও ছিনতাই দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

রবিবার গভীর রাতে পটিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নুরুজ্জমান,পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসা যশ চাকমা,এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই মাহবুবুর রহমান, এএসআই মোঃ হাবিবুর রহমান, এএসআই মোঃ নাঈম হোসেন সহ পুলিশের একটি টিম পটিয়া ও চন্দনাইশ থানা এলাকার বিভিন্নস্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে SMILE FOOD PRODUCTS LTD কোম্পানীর  ১৩৬৪ লিটার সয়াবিন তেল সহ মিনি কাভারভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী  এবং আন্তজেলা দূর্ধর্ষ ডাকাত ও ছিনতাই দলের সদস্য বেলখাইন এলাকার আব্দুল মন্নান @ মালেকের ছেলে মোঃ আবুল বশর @ হাসান(২৮) ও দক্ষিণ হুলাইন (ছগির পেস্কারের বাড়ি) এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ নাঈম উদ্দিন(২৩) কে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নুরুজ্জমান জানান,তারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আন্তঃজেলা ডাকাত ও ছিনতাই দলের সদস্য। তাদের

বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ মোট ১২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ইতোপূর্বে উক্ত ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজন আসামীকে গ্রেফতার পূর্বক ছিনতাই হওয়া মিনি কাভার ভ্যান (যার রেজিঃ নং-চট্ট মেট্রো-ম-১১-১৩৩৫) এবং ১৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.