দূর্নীতি ঢাকতে ভূয়া সাংবাদিকের আশ্রয়ে তহসিলদার ও কর্মচারী রিয়াদ খবর প্রকাশের পর সতর্কতা জারী কর্তৃপক্ষের

ওই ভূয়া সাংবাদিকের বিচরণভূমি এখন সাবরেজিস্টার অফিস ও ইউনিয়ন ভূমি অফিস গুলো-

 

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়ার চরতী ইউনিয়ন ভূমি অফিসের দূর্নীতি ঢাকতে কতিপয় সাংবাদিকের আশ্রয়ে তহসিলদার হারেজ ও কর্মচারী রিয়াদ এমন শিরোনামে খবর প্রকাশ করে চট্টগ্রাম সংবাদ তারপর নড়েচড়ে বসে উপজেলা ভূমি অফিস, ফলে ২৭সেপ্টেম্বর (সোমবার)সাতকানিয়া উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো:সামশোজ্জামান উপজেলা ভূমি অফিসের ভেরিফাই পেজে দালাল ও দূর্নীতি অনিয়ম ঘুসের বিষয়ে সতর্ক করে একটি পোষ্ট করেন।

 

এদিকে আরো জানাগেছে, সাতকানিয়ার কিছু কতিপয় অশিক্ষিত ভূয়া সাংবাদিক সাবরেজিস্টার অফিসে এবং চরতী ইউনিয়ন ভূমি অফিস ও এওচিয়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে- বিভিন্ন অজুহাতে তদবীর করে সাধারণ মানুষ থেকে দৈনিক বড় অংকের টাকা নিয়ে যাচ্ছে।

আর তাদেরকে আসল সাংবাদিক মনে করে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও তটস্থ।

শুধু তাই ওরকম এক ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান সোচ্চার হলে, ওই ভূয়া সাংবাদিক ইউএনও এর বিরুদ্ধে পর্যন্ত বিভিন্ন দপ্তরে দরখাস্ত দেন।

তখন ওই ভূয়া সাংবাদিকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষ্ট্যাটাস দিছিলেন খোদ ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান।

তবুও অদৃশ্য কারণে বিশেষ রাজনৈতিক শেল্টারে থামছেনা ওই ভূয়া সাংবাদিক।

সর্বশেষ চরতীসহ এওচিয়া ইউনিয়ন ভূমি অফিস ও সাতকানিয়া সাবরেজিস্টার অফিস এবং কেরানী হাট আল হায়াত হসপিটালের বিরুদ্ধে মিথ্যা পোষ্ট দিয়ে টাকা দাবীর চেষ্টা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

এদিকে বাংলাটিভির সাইফুল ইসলাম এসব যত্রতত্র ভূয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছেন।
তবে অনুসন্ধানে জানা গেছে-পানের দোকানদার থেকে শুরু করে মুদির দোকানদার ড্রাইভার এবং কিছু প্রবাসী ও বেশকিছু ব্যবসায়ীও এবং বিয়েবাড়ির নাচনেওয়ালা হাইচের চালক।
টেম্পুর ড্রাইভার অটোরিকশার ড্রাইভার, কোন একটা অফিসের পিয়ন, কন্টেন্ট ক্রিয়েটর ও প্রতিবন্ধীসহ অন্তত ৯৮জন সাংবাদিকের সন্ধান পেয়েছে চট্টগ্রাম সংবাদ টীম।

 

এদিকে সাবরেজিস্টার অফিস ও ভূমি অফিসে গিয়ে দালালী করার জন্য এগিয়ে আছেন সাংবাদিক পরিচয়ে এক কথিত ব্যক্তি,যিনি ইতিমধ্যে সাতকানিয়ার স্বনামধন্য মানবিক  ইউএনও হিসেবে পরিচিত খোন্দকার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও অভিযোগ দিয়েছিলো।

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তার (ভূয়া সাংবাদিক)বাড়ি পশ্চিম সাতকানিয়ার একটি ইউনিয়নে।দেখতে মোটা হ্যান্ডসাম চোখে থাকে চশমা, সাথে থাকে একটি মোটর সাইকেল এবং সবমিলিয়ে ওই ভূয়া সাংবাদিকের ধরণ নাকি অনেকটা বাংলা চলচ্চিত্রের  হিরোর মত

 

পাঠকদের জন্য এসিল্যান্ড শামসুজ্জামানের পোষ্ট নিম্নে তোলে ধরা হলো।
সাতকানিয়া উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দের মনোযোগ আকর্ষণ করছি।

উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা প্রদানে আমরা আপনাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।

যে-কোনো সেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো সুযোগ নেই। নামজারি ফি ও ভূমি উন্নয়ন কর এখন শতভাগ অনলাইনে আদায় করা হয় এবং অনলাইনেই ডিসিআর/দাখিলা প্রদান করা হয়।

কারো কথায় বিভ্রান্ত হয়ে দালালদের অর্থ প্রদান করে প্রতারিত হবেন না।

সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ কাউকে প্রদান করবেন না। যে-কোনো প্রকার সরকারি ফি প্রদানের ক্ষেত্রে অবশ্যই রশিদ/ডিসিআর/দাখিলা/চালানের কপি বুঝে নিবেন।

যে-কোনো অভিযোগ জানাতে বা সমস্যার সমাধানে সরাসরি কথা বলুন আপনার এসিল্যান্ডের সাথে এই নম্বরে: 01723-599510.

নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন, অপরকেও সচেতন করুন।

ধন্যবাদান্তে,
আপনাদের এসিল্যান্ড
সাতকানিয়া, চট্টগ্রাম।

 

উল্লেখ্য :চরতী ইউনিয়ন ভূমি অফিসের দূর্নীতি সংক্রান্ত চট্টগ্রাম সংবাদ ও জাতীয় দৈনিক সকালের সময় মোট ৮টি খবর ছাপিয়েছে এবং ধারাবাহিক ভাবে একই ভূমি অফিস নিয়ে আরো সংবাদ ছাপাবে বলে সংশ্লিষ্ট পত্রিকা অফিস সূত্রে জানা গেছে। 

মন্তব্য করুন

Your email address will not be published.