নগরীর চকবাজার থানায় নাশকতা মামলায় আওয়ামী লীগনেতা জামাল গ্রেফতার
এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে হুন্ডি ব্যবসার অভিযোগ -
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের নগরীর চকবাজার থানায় নাশকতা মামলার একাধিক আসামি আওয়ামী লীগনেতা মো:জামালকে গ্রেফতার করেছে নগরীর চকবাজার থানা পুলিশ।
গতকাল (১৪ই নভেম্বর) দুপুরা ১২টার নাগাদ নগরীর চকবাজারস্থ মেহের ভবনের ৪র্থ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো:জামাল রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমদের ছেলে।
নাশকতা ও সন্ত্রাস-সংক্রান্ত একাধিক মামলার পলাতক আসামি মো. জামাল উদ্দিন, পিতা রফিক আহমদ তালুকদার, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার হয়েছেন। তিনি রাংগামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য রফিক আহমদের ছেলে।
চকবাজার থানা সূত্রে জানা যায়, চকবাজার থানা গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার আনুমানিক দুপুর ১২ টায় চট্টগ্রাম মহানগরের চকবাজারস্থ মেহের ভবনের ৪র্থ তলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং তার বিরুদ্ধে নগরীর চকবাজার থানায় দায়েরকৃত মামলা নং ৫/২৫-এ গুরুতর অভিযোগ রয়েছে।
এছাড়াও চীফ জুডিশিয়াল আদালতের মামলা নং ২৫৫/২৫-এ পিবিআই তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছে। এবং একই ব্যক্তির বিরুদ্ধে রাংগুনিয়া থানার মামলা নং ২৫২/২৫ এখনও তদন্তাধীন।
চকবাজার থানা আরো জানায়, গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট আইনানুগ প্রক্রিয়া শেষে আসামি জামালকে আদালতে সোপর্দ করা হয়েছে।