লোহাগাড়ার সেই জাঙ্গালিয়ায় বাইকারের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নামক এক বাইকারের মৃত্য হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা সোহাগ নামক আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

১৬ নভেম্বর (রবিবার) বেলা ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মোঃ আতাউর রহমানের পুত্র।

বহরে থাকা মেঘলা নামক এক সফরসঙ্গী জানান, তারা জনপ্রিয় কন্টেইন ক্রিয়েটর ফারজানা বিথীসহ ১৫ জন নারী-পুরুষ মিলে ৩ দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার এসেছিল। আজ সকালে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে মহাসড়কের উপর বসানো গতিরোধকে গাড়ী নিয়ন্ত্রণ করতে না পেরে বাইকে থাকা দুজন সড়কের পাশে সেতুর নীচে খাদে পড়ে যায়।

স্থানীয়রা ও আমরা মিলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ডাঃ ইজাজ আহমেদ শামীম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন বাইকারকে এখানে আনা হয়েছে। তৎমধ্যে সাকিবুল হাসান নাম একজন হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে।

গুরুতর আহত সোহাগ নামক একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.