মীরসরাইয়ে সরকারী মডেল টেস্ট পরীক্ষা অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ


বাচ্চু পাটোয়ারী কমল, মীরসরাই প্রতিনিধি:

 

মীরসরাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সরকারী বৃত্তি পরীক্ষা জন্য অনুষ্ঠিত মডেল টেস্ট পরীক্ষা অতিরিক্ত পরীক্ষা ফি নেওয়ার অভিযোগ উঠেছে।
‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুত্রে জানা যায়, মীরসরাই উপজেলার ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কেন্দ্রে ১৩৫১ জন ছাত্র-ছাত্রী এই মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করে।
‎অভিযোগ উঠেছে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী অর্থাৎ প্রতিটি শিক্ষার্থী থেকে ১৫০ টাকা করে পরিক্ষা ফি নেওয়া হয়েছে। সেই হিসেবে সর্বমোট ১৩৫১ শিক্ষার্থী থেকে প্রায় ২ লক্ষ ২ হাজার ৬শ ৫০ টাকা আদায় করা হয় শিক্ষার্থী কাছ থেকে।
‎চলতি বছরে ২৮ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত (৩৮.০০৮.০৩৫.০০.০০.০০৪.২০১১.৪৬৫) নাম্বার স্মারকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষাসমুহের ফি ধার্য করা সম্পর্কে অনলাইনে মতামত প্রদান উল্লেখ করা হয় যে ১ম শ্রেণি ২০ টাকা, ২য় শ্রেণি ২০ টাকা, ৩য় শ্রেণি ৩০ টাকা ৪র্থ শ্রেণী ৪০, ৫ম শ্রেণি ৫০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, প্রাথমিক বিদ্যালয়ে টেষ্ট পরিক্ষা জন্য শিক্ষার্থী থেকে ১৫০ টাকা নেওয়া বড়ই বেমানান। বিশেষ করে প্রাইমারি বিদ্যালয় পড়ে গরীব ঘরের ছেলেরা। সরকারী টাকা নেওয়া বিধান আছে কিনা জানিনা থাকলেও ১৫০টাকা নেওয়াটা কেমন যেন।
‎এই বিষয়ে জানতে চাইলে মিঠানালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম বলেন, আমার স্কুলের ১৩ জন শিক্ষার্থী মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করেন। উপজেলা শিক্ষা অফিসে নির্দেশে প্রতিজন শিক্ষার্থীর ১৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে।
‎শাহ আব্দুল মজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বলেন, আমাদের উপজেলা থেকে ১৫০ টাকা দিতে বলেছে তাই আমরা ঐটাকা দিয়েছি। এই টাকা নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ক্লাস্টারের সচিবেরা নির্ধারণ করেছে উনাদের সাথে যোগাযোগ করেন।

‎উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, উপজেলায় প্রধান শিক্ষকদের বৈঠকে ১৫০টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আমি মিটিং আছি পরে কথা বলবো বলে কেটে দেয়।

‎এই বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান বলেন,  সরকারী ভাবে ফি নেওয়া কোন বিধান নেই। ১৫০ টাকা ফি নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু আপনি জানিয়েছেন বিষয়টি আমি দেখবো।

মন্তব্য করুন

Your email address will not be published.