সাতকানিয়ার বাজালিয়া:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালিত

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৬১তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের “মাহালিয়া মুহিউল উলুম হাফেজিয়া মাদ্রাসা’র এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বাজালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই জন্মদিন পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, বাজালিয়া ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ছাত্রদল নেতা ইলিয়াস সানি, আজিজ, শাহাজাহান, জয়নাল আবেদীন, গাছবাড়িয়া কলেজ ছাত্রদল এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকিফুল ইসলাম রাকিব, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ রাকিব মোহাম্মদ জুয়েল, জিমরান, দেলোয়ার, তৌহিদ, হারুন, রাকিব, জব্বার, ফয়সাল, শাওন, ওমর ফারুক সহ প্রমুখ

মন্তব্য করুন

Your email address will not be published.