চট্টগ্রাম-১৪: ছেলের পক্ষে কর্ণেল অলির গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ছাতা প্রতীকে লড়ছেন অধ্যাপক ওমর ফারুক। তিনি দলটির প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের ছেলে। এবার ছেলের প্রচারে নিজেই মাঠ চষে বেড়াচ্ছেন কর্ণেল অলি।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ছেলে অধ্যাপক ওমর ফারুককে নিয়ে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে গণসংযোগ শুরু করেন তিনি।

দিনব্যাপী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় গণসংযোগ করার কথা রয়েছে তার। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৩টা পর্যন্ত তিনি ওই ইউনিয়নে অবস্থান করছিলেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।

গণসংযোগকালে কর্ণেল অলি আহমদ স্থানীয় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া তিনি ছেলে অধ্যাপক ওমর ফারুককে ভোটারদের পরিচয় করিয়ে দেন এবং তার জন্য ভোট প্রার্থনা করেন।

পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ গ্রামের বাসিন্দা ফরিদ আহমদ বলেন, ‘কর্ণেল অলি আহমদ বীর বিক্রমের আগমনে এলাকায় ব্যাপক উৎসাহ–উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুরুষের পাশাপাশি বহু নারী বসতঘর থেকে বেরিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা চলমান উন্নয়ন ও এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে মতামত দিয়েছেন। বিশেষ করে অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতের উন্নয়ন নিয়ে সাধারণ মানুষ তাদের প্রত্যাশা তুলে ধরেন।’

গণসংযোগকালে কর্ণেল অলি আহমদ মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বক্তব্য রাখেন।

এ সময় তিনি ছেলের প্রতি সমর্থন কামনা করে বলেন,‘নতুন নেতৃত্ব আনতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুশাসিত ও উন্নত রাষ্ট্র গড়তে চাই।

তাই আমি আমার ছেলেকে বিদেশ থেকে শিক্ষিত করে দেশে নিয়ে এসেছি শুধু আপনাদের সেবা করার জন্য। আমি যেমন আপনাদের সুখে–দুঃখে পাশে ছিলাম, তেমনি আমার ছেলেও সারাজীবন আপনাদের পাশে থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ছেলেকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। আমি তাকে আপনাদের হাতে তুলে দিলাম।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাতকানিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিকদার, পুরানগড় ইউনিয়ন এলডিপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি আব্দুল জব্বার মানিক, সাধারণ সম্পাদক মো. আরমান হোসেনসহ স্থানীয় এলডিপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

মন্তব্য করুন

Your email address will not be published.