রুম টু রিডের উদ্যোগে কক্সবাজার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন

 

জাহাঙ্গীর আলম শামস :

কক্সবাজারে রুম টু রিডের উদ্যোগে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ) সকাল ১০টায় কক্সবাজার হোটেল সী প্যালেস হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

রুম টু রিড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনজিও সেল) ফিরোজা আক্তার, কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী। বিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারক ও বক্তব্য রাখেন রুম টু রিড কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য।

এতে স্বাগত বক্তব্য রাখেন রুম টু রিড বাংলাদেশ এর প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর বদরুজ্জামান খান, কার্যক্রম উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার ইফফাত জারিন, “আমি কন্যাশিশু,স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি” আত্মাকথন পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার রোজিনা আক্তার। উৎসাহ মুলক বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত ফাতেমা আক্তার ঐশী। জাতীয় সংগীত পরিবেশন মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।

 

কক্সবাজার সদরের ৫টি ও রামুর উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ফোকাল শিক্ষক এবং সংস্থার এসএম কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাওরিন আলম টুম্পা ও
নাজমা হোসেন নয়ন

রুম টু রিড পরিচিতি

২০০৮ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে আন্তর্জাতিক সংস্থা রুম টু রিড। সংস্থাটি শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি, জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন এবং মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পন্নে সহায়তা করে। পাশাপাশি জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তোলে।

মন্তব্য করুন

Your email address will not be published.