সাতকানিয়া সংবাদদাতা
সাতকানিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতকানিয়া উপজেলা আমির মৌলানা কামাল উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তার খোঁজখবর নিতে গতকাল ৯ জানুয়ারির শুক্রবার কেরানিহাটের একটি প্রাইভেট হাসপাতালে যান জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধূরী।
জানা যায়, মৌলানা কামাল উদ্দিন হাড়ের সমস্যার কারণে বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় জেলা আমীর তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাঙ্গু থানার আমির মাস্টার সিরাজুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সেক্টরের সাতকানিয়া উপজেলা সভাপতি আলহাজ নুরুল আলম, ঢেমশা ইউনিয়ন সভাপতি ওসমান গনি সিকদার বাজালিয় ইউনিয়ন জামায়াতের আমির মাসুদুর রহমান সাতকানিয়া যুব উন্নয়ন পরিষদের সভাপতি হোসাইন মোহাম্মদ মাসুম কেরানি হাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা মৌলানা কামাল উদ্দিনের আশু সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার খোঁজখবর অব্যাহত রাখার আশ্বাস দেন।