সাতকানিয়া: সাইনবোর্ড ও সীমানা পিলার ভেঙ্গে দেয়ার অভিযোগ গেল থানায়
কেঁওচিয়ার তেমুহনীতে এই ঘটনা ঘটে -
সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় জোর পূর্বক জায়গা দখল,সাইনবোর্ড ভাংচুর ও সীমানা পিলার ভেঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী ৫নং ওয়ার্ডের শান্তি নগর এলাকার আব্দুল কাদেরের পুত্র আব্দুল আলম,ইছহাকের পুত্র আব্দুর রহিম,আবুল খায়েরে পুত্র ওয়াজেদ আলী,আব্দুল গফুরের পুত্র জাহাঙ্গীর আলম,ওয়াজেদ আলীর স্ত্রী রওশন আক্তার এবং আবুল খায়েরের মেয়ে রেজিয়া বেগম এর বিরুদ্ধে।
৮জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এব্যাপারে কেওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড তেমুহনীর শান্তি নগর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে শাহাজাহান মুহাম্মদ নাছির বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মৌজা-তেমুহানী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম,
আরএস খতিয়ান নং- ০৯, আরএস দাগ নং- ১৩১০, বিএস খতিয়ান নং- ৫২৯, বিএস দাগ নং- ৪৩৯১/৪৩৯৩ এর আন্দর ১৫ শতক জায়গা বাদীর মৌরশী সম্পত্তি হয়। উক্ত জায়গা বাদীর মা মরিয়ম বেগম এর দানপত্রমূলে প্রাপ্ত সম্পত্তি। উক্ত জায়গা বাদী দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে স্থিত আছে।
উপরোক্ত বিবাদীগণ বাদীর উল্লেখিত জায়গার মধ্যে জায়গা পাইবে মর্মে মিথ্যা দাবী করিয়া আসিতেছে।
বাদী বিবাদীদেরকে তাহাদের দাবীর স্বপক্ষে দালিলিক কাগজপত্র উপস্থাপন করিতে বলিলেও বিবাদীরা কোন কাগজপত্র উপস্থাপন
করিতে পারে নাই।
উপরোক্ত বিবাদীরা জোর পূর্বক বাদীর মালিকানাধীন জায়গা জবর দখল করার জন্য পায়তারা করিয়া আসিতেছে। যাহার জের ধরিয়া বিবাদীরা প্রায় সময় বাদী ও বাদীর পরিবারের সদস্যদেরকে গালিগালাজসহ হুমকি ধমকি দিত।
এই সকল বিষয়ে বাদী ইতোপূর্বে একাধিকবার এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট বিচার দেয়।
উপরোক্ত বিবাদীরা খারাপ প্রকৃতির লোক হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কোন কথা কর্ণপাত করে নাই।
বাদী বাদীর উল্লেখিত জায়গার মধ্যে কোন ধরনের কাজ করার চেষ্টা করিলে বিবাদীরা বাদীকে বাধা প্রদান করিয়া আসছিল।
এমতাবস্থায় বৃহস্পতিবার বিকাল অনুমান ৩ঘটিকার সময় কাজের লোকজন নিয়া বাদীর মালিকানাধীন উল্লেখিত জায়গার মধ্যে সীমানার পিলার স্থাপনের
কাজ করছিল।
ঐসময় উপরোক্ত বিবাদীরা হাতে ধারালো কিরিচ, দা, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়া বাদীর জায়গার মধ্যে আসিয়া বাদীকে পিলার স্থাপন করিতে নিষেধ করে। বাদী বিবাদীদের বাধা দেওয়ার
প্রতিবাদ করিলে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া বাদীকে মারধর করার চেষ্টা করে এবং বাদীকে প্রকাশ্যে হুমকি প্রদান করে যে, যদি বাদী পিলার স্থাপনের কাজ চলমান রাখে তবে বাদীকে মারধর সহ প্রাণে হত্যা করে বাদীর লাশ গুম করার হমকি দেয়।
বাদী বিবাদীদের হুমকি ধমকির প্রতিবাদ করায় বিবাদীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-সস্ত্র দ্বারা বাদীকে আক্রমন করলে বাদী প্রাণ রক্ষার্থে দ্রুত পালায়া যায়।
বাদী বাদীর জায়গা হইতে চলে আসার পর উপরোক্ত বিবাদীরা বাদীর জায়গার মধ্যে থাকা ০৭টি পাঁকা পিলার ভাংচুর করিয়া অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকার ক্ষতি সাধণ এবং বাদীর মালিকানা সংক্রান্তে স্থাপনকৃত দুটি সাইনবোর্ড, মূল্য অনুমান
১০,০০০/- (দশ হাজার) টাকা বিবাদীদের সাথে নিয়ে যায়।
ভবিষ্যতে বাদী বাদীর জায়গার মধ্যে কোন ধরনের কাজ করার চেষ্টা করিলে বিবাদীরা বাদীকে মারধর করা সহ যেকোন ধরনের আইন শৃঙ্খলা অবনতি করার
ঘটনা ঘটানোর সম্ভাবনা দেখা দিচ্ছে।
এ ব্যাপারে বিবাদী ওয়াজেদ আলীকে মুঠোফোনে কল করে জানতে চাইলে কল রিসিভ করেনি।
এ ব্যাপারে সাতকানিয়া থানার সাব ইনস্পেকটর জহিরের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি অভিযোগের আলোকে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।