ফাঁসিয়াখালী রেঞ্জ: ৫০ লাখ টাকার ২ একর বনভূমি উদ্ধার
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জ -
চট্টগ্রাম সংবাদ ডেস্ক
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিটের উত্তর পাহাড়তলী বাদশারটেক এলাকাতে বিশেষ অভিযান চালিয়ে সংরক্ষিত বনভূমি থেকে ২ একর বনভূমি দখলমুক্ত করা হয়, যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাঁশ লক্ষ টাকা।
পরে উক্ত বনভূমিতে বনবিভাগের পক্ষ থেকে লাল পতাকা টাঙ্গিয়ে সাইনবোর্ড স্থাপন করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফাঁসিয়াখালী রেঞ্জ’র বাদশার-টেক এলাকায় এই অভিযান করা হয়।
জানা যায়, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মারুফ হোসেন’র নির্দেশে ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. ছাদেকুর রহমানের নেতৃত্বে কাকারা বনবিট কর্মকর্তা মো. সাউদ যাহীনসহ সবার উপস্থিতিতে এই অভিযান চালানো হয়।
এই অভিযানের সময় ফাঁসিয়াখালী রেঞ্জ’র বনবিটের স্টাফ এবং কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরাও সঙ্গে ছিলেন।
অভিযানের এই বিষয়ে চকরিয়ার কাকারা বনবিট কর্মকর্তা মো.সাউদ যাহীন বলেন, দখলকারী গ্রুপের সদস্যরা সরকারী জায়গা দখল করে রেখেছিল। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে বনভূমি দখলে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান- ফাঁসিয়াখালীর চৌকস এই রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান।
তিনি আরো বলেন, আমার এরিয়ায় (ফাঁসিয়াখালী রেঞ্জ) সংরক্ষিত বনভূমি রক্ষার্থে বিশেষ অভিযান পরিচালনা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।
এদিকে বেশকিছুদিন আগেও সংরক্ষিত বনভূমিতে পাকা ঘর নির্মাণ করায় অভিযান চালিয়ে পুরো ঘরটি গুঁড়িয়ে দেন রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান।