সাতকানিয়ায় মধ্যরাতে অভিযান চালিয়ে কৃষি জমির মাটি কাটাবস্থায় পেয়ে একটি এসকেবেটর (খনন যন্ত্র) অকেজো করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনী।
১৪ জানুয়ারী (বুধবার) ভোররাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা এলাকার কুতুবপাড়ায় ৭বিএম ব্রিক ফিল্ডের পার্শ্ববর্তী স্থানে সেনাবাহিনীর সাথে প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমির মাটি কর্তনের সুস্পষ্ট চিহ্ন পরিলক্ষিত হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। দুষ্কৃতকারীরা একটি এসকেবেটর রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় এসকেবেটর অকেজো করা হয়।
কৃষি জমির মাটি কর্তন এর বিরুদ্ধে উপজেলা প্রশাসন সাতকানিয়া এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।