লামা ডলুছড়ি রেঞ্জের অভিযানে অবৈধ সেগুন কাঠসহ অবৈধ পিকআপ জব্দ

ডলুছড়ি রেঞ্জারের তৎপরতায় তটস্থ বনখেকোদের দল-

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের লামায় অবৈধ সেগুন কাঠ ভর্তি রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপ (জিপ) গাড়ি জব্দ করেছে বন বিভাগ ও পুলিশের যৌথ টিম।

 

শুক্রবার (১৬ই জানুয়ারী)ভোররাতে আনুমানিক ২টার সময় লামা-সুয়ালক সড়কের সরই লিচুবাগান এলাকায় সরই বন ক্যাম্পের বিট কর্মকর্তা আব্দুল করিম এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে সেগুন গোল কাঠসহ একটি জিপ গাড়ি (লট নং-১৯) পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত গাড়ি ও কাঠ সরই বন ক্যাম্প অফিসের হেফাজতে নেওয়া হয়।

 

এই বিষয়ে ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: হাবিব জানান জব্দকৃত গাড়ীও কাঠ সরই বন ক্যাম্পে রাখা হয়েছে। এবং অপরাধীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান।

এবং অবৈধ বনজ সম্পদ পাচার রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিট কর্মকর্তা আব্দুল করিমও জানান, উক্ত ঘটনায় বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.