ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “শুক্রবার সন্ধ্যার পর এক তরুণীর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে।”
নিহত তরুণীর নাম সুমাইয়া আক্তার বলে জানিয়েছেন উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইলিয়াস।
১৮ বছরের সুমাইয়া বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার (ফার্ম) মো. ছিদ্দিকের মেয়ে।
ইউপি সদস্য দাবি করেন, মানবপাচারকারী চক্রের সদস্যরা সাগর পথে মালয়েশিয়া পাঠানোর জন্য কিছু লোকজনকে নোয়াখালীয়াপাড়ার পাহাড়ে জড়ো করেন। এ সময় পাহাড়ে অবস্থান করা স্থানীয় সন্ত্রাসীরা ওই স্থানের দিকে যেতে চায়।
“তখন মানবপাচারকারী চক্রের সঙ্গে পাহাড়ি থাকা সন্ত্রাসীদের গোলাগুলি শুরু হয়। গোলাগুলির শব্দ শুনে পাহাড়ের পাদদেশে থাকা একটি ঘর থেকে উঁকি দেন সুমাইয়া। একটি গুলি তার শরীরে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”
পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি সদস্য ইলিয়াস।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন বলেন, “সন্ধ্যার পর কিছু লোক ১৮ বছর বয়সের এক তরুণীকে হাসপাতালে আনেন। কিন্তু হাসপাতালে আনার আগে তরুণীর মৃত্যু হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।”
ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গের পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।