নাজিরহাট কলেজে স্বামীর পদে স্ত্রী, সামাজিক মাধ্যমে বিরুপ প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক রিপোর্ট 

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নাজিরহাট কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নওশীন আরজান চৌধুরী হেলাল।

জানা গেছে, নাজিরহাট কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় বিধি অনুযায়ী তিনি গভর্নিং বডির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর শূন্য পদে তার স্ত্রী নওশীন আরজান চৌধুরী হেলালকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

এদিকে ,মীর হেলালের স্ত্রীকে উক্ত কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত করা নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বিষয়টি একজন ফেসবুকে স্ট্যাটাসে লেখেন “কেনরে ভাতিজা এটা কেন করলা”? তিনি লিখলেন, বুঝছি তোমার উপদেষ্টা ঠিক নাই। মনে কিছু নিওনা।আমি এটা পছন্দ করলাম না।

এখন নির্বাচনের সময়। নির্বাচন এক বিরাট কর্মযজ্ঞ।
একটা এলাহি কাণ্ড বললে ভুল হবে না।আমরা ৪৫ বছর রাজনীতি করেও সেই সুযোগ পাইনি।অবশ্যই আমরা অযোগ্য।তুমি এত বড় একটা সুযোগ পেয়ে সেটা নিয়ে সকল ধ‍্যান মান দিয়ে নির্বাচনী বৈতরণী অতিক্রম করার জন্য ব‍্যস্ত না হয়ে এখন বৌমাকে নাজিরহাট কলেজের সভাপতির পদে নিয়োগ দিলা কেন? এখানে একজন বিএনপি নেতা বা নেত্রীকে যদি সভাপতি মনোনীত করতা তাহলে ভাল হতো না!যারা দীর্ঘদিন দলের জন্য নিবেদিত ছিল তাদের একজনকে করলে তোমার নির্বাচনের জন্য ও ভাল হতো।মনে পড়ে ডালিয়া ভাবিকে একবার দলের একটা পদ নেবার জন্য বলা হয়েছিল।তিনি সাথে সাথেই প্রত‍্যাখান করে বলেছিলেন তিনি নেপথ্যে কাজ করবেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি ছাত্রী যেমন ছিলেন এবং সত্যিই অসাধারণ নেপথ্যের একজন দক্ষ রাজনৈতিক কারিগর ছিলেন মিসেস মীর নাসির।অকালে প্রয়াত হয়েছেন এক মেয়ে সহ ভাবি।আমাদের অনেক আদর করতেন।আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন।

যাইহোক,তোমার নির্বাচনের সফলতা কামনা করি এবং তোমার পরিবারের সবার জন্য দোয়া রইলো।

মন্তব্য করুন

Your email address will not be published.