মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা মমিনুর রহমানের হাতে, পাহাড় কাটার সময় ডাম্পার ট্রাক আটক
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া বনবিট -
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের চকরিয়া উপজেলার খুটাখালীর মেদাকচ্ছপিয়া বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের বনভূমির পাহাড় কেটে মাটি বিক্রির সময় একটি ডাম্পার ট্রাক আটক করা হয়।
সংরক্ষিত বনভূমি কাটার সময় গাড়ীসহ জব্দ করার বিষয়টি নিয়ে চকরিয়াসহ পুরো কক্সবাজারে চলছে ব্যাপক আলোচনা ও প্রশংসায় ভাসছেন বিট কর্মকর্তাসহ পুরো রেঞ্জ।
গেল সোমবার (১৯শে জানুয়ারি) কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের খুটাখালী মেদাকচ্ছপিয়া বনবিটের পাগলিরবিল এলাকা থেকে পাহাড়ের পাদদেশ থেকেই মাটিবাহী গাড়িটি আটক করেন মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা মমিনুর রহমান।
ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়ার বনভূমির পাহাড় কাটার সময় অভিযানে নেতৃত্ব দেন ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া বনবিটের কর্মকর্তা মো: মমিনুর রহমান।তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন বনবিটের স্টাফসহ হেডম্যান ও কয়েকজন ভিলেজার।
সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়কাটার সময় হাতেনাতে গাড়ী আটকের বিষয়টি নিশ্চিত করেন বনবিট কর্মকর্তা মমিনুর রহমান ।
মমিনুর রহমান চট্টগ্রাম সংবাদকে বলেন-সরকারি সংরক্ষিত বনাঞ্চলে বে-আইনীভাবে অনুপ্রবেশ করে পাগলিরবিল এলাকার পাহাড় কেটে মাটি ও বালি পাচারের সময় গোপন সংবাদের মাধ্যমে এক বিশেষ অভিযানের মাধ্যমে মাটিসহ পাহাড়ের পাদদেশ থেকেই ডাম্পারটি আটক করা হয়।
রেঞ্জের মেদাকচ্ছপিয়া বিটের জঙ্গল খুটাখালী মৌজাস্থ সংরক্ষিত বনভূমি, যাহার আর.এস দাগ নংঃ ৩৭/৭১ এবং তুলনামূলক বি.এস. দাগ নং- ৩৬ এর পাগলির বিল নামক এলাকায় এমন অপকর্ম চালাচ্ছিল একটি চক্র।
তাই আমি এই বিষয়ে সবসময় সতর্ক অবস্থানে থাকি।তারই ধারাবাহিকতায় আজকে মাটিবাহী গাড়ীসহ হাতেনাতে আটক করতে সক্ষম হই।
সংশ্লিষ্ট কাজে জড়িত থাকার অপরাধে তিনজনের মামে বন আইনে ডুলাহাজারার ৮নং ওয়ার্ডের আসরাফ আলীর ছেলে মজিবুর রহমান (৪৫), একই এলাকার মৃত সোলতান আহমেদের ছেলে জসিম উদ্দিন (৪০) শাহানুর এবং রমজান আলীর ছেলে মোঃ মিজান (৩৫) মামলা দায়ের করা হয়েছে।
তিনি চট্টগ্রাম সংবাদকে আরো বলেন, বন অপরাধ দমনে আমাদের ডিএফও মারুফ হোসেন স্যার ও এসিএফ শীতল পাল স্যারের নিদের্শনায়, এবং ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ কুদ্দুসুর রহমানের সার্বিক সহযোগিতায় এই সফল অভিযান পরিচালনাসহ বন মামলা দায়ের করতে সক্ষম হয়েছি।