বাঁশখালী উপজেলা প্রতিনিধি
২০২৬ সালের ২৭ জানুয়ারি সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় বিএনপির কয়েকজন সমর্থক কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকায় আত্মগোপনে ছিল এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে সেনাবাহিনীর টহল অব্যাহত ছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার ৩০ জানুয়ারী রাত ১১ ঘটিকার সময় সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত শাকিলকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার দিন সেখানে উপস্থিত থাকার বিষয়টি এবং ভাঙচুরে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
সেনা সূত্রে জানা যায়, বর্তমানে তাকে তার সহযোগী ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন,
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দলমত নির্বিশেষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।”