কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধে মামার হাতে ভাগিনা খুন

জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় মামার হাতে ভাগিনা খুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায়  কক্সবাজার শহরের রুমালিয়ারছড়াস্থ বাঁচামিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন মুন্না (২৫) কক্সবাজার পৌরসভার সিকদার বাজার এলাকার আব্দুল হকের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, প্রায় এক মাস আগে নিহত মুন্নার মায়ের অংশের জমি নিয়ে তার নানী নয়না বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ ও বাকবিতণ্ডা হয়। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্না শহরের পিটি স্কুল সংলগ্ন বাঁচামিয়ার ঘোনা এলাকায় গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, হামলায় অংশ নেন মুন্নার মামা হামিদ উল্লাহ, মামাতো ভাই নয়ন, তৌহিদ ও মিসবাহসহ নানী নয়না বেগম। হামলার সময় লোহার বস্তু দিয়ে মুন্নার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ

মন্তব্য করুন

Your email address will not be published.