পটিয়ায় বাসের ধাক্কায় মাথা থেঁতলে নৌ বাহিনীর সৈনিক নিহত
মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে এই দূর্ঘটনা হয়- হারুনুর রশিদ, ওসি হাইওয়ে পটিয়া
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় নৌ বাহিনীর সৈনিক মো: সাকিব (৩৯) নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ নৌ বাহিনীর চট্টগ্রামের ঈসা খান ঘাঁটির সৈনিক। এতে আহত হয়েছেন মো: ইকরাম হোসেন (২৯) নামের আরো একজন।
সে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার মৃত আবু হানিফের পুত্র। নিহত সাকিব ও আহত ইকরাম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। আজ শুক্রবার সকাল ৮টায় পটিয়া বাইপাসের শেয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলাদেশ নৌ বাহিনীর চট্টগ্রাম ঈশা খান ঘাঁটির সৈনিক মো: সাকিব ও ইকরাম শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।
তাদের মোটরসাইকেলটি পটিয়া বাইপাসের শেয়ানপাড়া পয়েন্টে পৌছালে পেছন থেকে একটি হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান নৌ বাহিনীর সৈনিক সাকিব।
র্যাবের একটি টহল টিম আহত ইকরামকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুনুর রশিদ জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল এক আরোহী নিহত হয়েছেন। নিহত সাকিব নৌ বাহিনীর একজন সৈনিক। নিহত নৌ বাহিনীর সৈনিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এই বিষয়ে নৌবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটকে আমরা অবহিত করি।
তিনি আরো বলেন, সড়কের সেয়ানা পাড়া রাস্তার উপর পৌঁছালে পেছন দিক হইতে কক্সবাজারগামী দ্রুত গতির হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়।
এতে তারা দুই জন মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে এলএস/ নাজমুস সাকিবের মাথা গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্হলে মৃত্যু বরন করেন। এবং নাবিক ইকরাম সামান্য আঘাত প্রাপ্ত হন।