চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মানায় ১৭ হাজার টাকা জরিমানা

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (২১ মে) দিনব্যাপী অভিযানে ৩০ মামলায় ১৬ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানকালে স্বাস্থ্যবিধি সঠিকভাবে প্রতিপালন না করা এবং সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিংমলে অর্থদণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হয়। এ ছাড়া জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান কোতোয়ালী, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনা করেন। মিজানুর রহমান পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় ২টি মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। মামনুন আহমেদ অনিক খুলশী ও বায়েজিদ এলাকায় ৬টি মামলায় ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। প্রতীক দত্ত কাজির দেউড়ী, জিইসি, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় ২২টি মামলায় ১২ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
মো. রায়হান মেহেবুব চকবাজার ও বাকলিয়া এলাকায়, মুহাম্মদ ইনামুল হাছান পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.