সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে টাকার বিনিময়ে ওষুধ বেশী দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

সাতকানিয়া সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে নির্দিষ্ট গ্রাহককে ওষুধ বেশী দেয়ার অভিযোগ ওঠেছে সিনিয়র ষ্টাফ নার্স রাশেদুল ইসলামের বিরুদ্ধে। আজ ২৯শে মে(শনিবার)সকাল ১০.৩০ এ সাতকানিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসী টাকার বিনিময়ে একজনকে ডায়বেটিস আর গ্যাস্ট্রিকের ওষুধ দেয়ার সময় সেবা নিতে আসা ১০/১৫ জন রোগী সিনিয়র ষ্টাফ নার্স রাশেদুলকে হাতে নাতে গ্রেফতার করেন। তবে অভিযুক্ত ষ্টাফ নার্স রাশেদুল বলেন আমি টাকার বিনিময়ে এতগুলি ওষুধ দিইনি। মানবতা বিবেচনায় ৩০ফাইল ওষুধ দিয়েছি,তবে এটা আমার দেয়া ঠিক হয়নি সেটা আমি বুঝতে পেরেছি। এদিকে অভিযুক্ত মহিলা পৌরসভার সামিয়ার পাড়ার মরিয়ম বলেন, আমি গরীব মানুষ তাই আমাকে দেখতে পেরে এতগুলি ওষুধ দিয়েছেন। এদিকে ৩০ফাইল ওষুধ দেয়ার সময় অন্যান্য রোগীদের সাথে নিয়ে হাতেনাতে ধরেন সতীপাড়ার জাবেদ,এই প্রসঙ্গে তিনি বলেন এই মহিলা নিয়মিত ভাবে এখান থেকে ওষুধ নিয়ে বাইরে বিক্রি করে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই নজরদারী রেখেছি। কিন্তু আজ আমাদের নজরদারীটা স্বার্থক হয়েছে। এদিকে আরএমও মন্জুর মোর্শেদ সিনিয়র নার্স রাশেদুলের দোষ স্বীকার করে বলেন,আসলে এটা রাশেদের দোষ হয়েছে একজনকে এতগুলি ওষুধ দেয়া এটা মোটেও ঠিক হয়নি। আমরা রাশেদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবো। কারণ এটা সরকারি হাসপাতাল এখানে সবার অধিকার সমান।

মন্তব্য করুন

Your email address will not be published.