চট্টগ্রাম সংবাদ ডেস্ক:
বাঁশখালীতে কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার গন্ডামারা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় শুক্রবার রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গন্ডামারায় নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে পোস্ট করলেও তিনি কী লিখেছিলেন, তা পুলিশ জানায়নি।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হুমায়ূন কবির বলেন, গ্রেপ্তার শাহনেওয়াজ চৌধুরী একজন ডিপ্লোমা প্রকৌশলী। তবে তিনি কয়লাবিদ্যুৎকেন্দ্রের কর্মী নন। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।