করোনায় মৃত্যুহীন দিন চট্টগ্রামে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ১৪ শতাংশ। এই ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যাননি। আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা–সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় চট্টগ্রামে মারা গেলেন ৬২৬ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৯৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৫ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৫ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪৮ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৭৮ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন

Your email address will not be published.