টুঙ্গিপাড়া গেলে বাকলিয়ার বলিরহাটের চেয়ারেই বসেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়ার বলিরহাটের মিস্ত্রিদের হাতে বানানো চেয়ারের কাঠেই বসেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গেলেই তিনি এই চেয়ারে বসেন। ৯০’র দশকে এই চেয়ারটি বঙ্গবন্ধু কন্যাকে উপহার দিয়েছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ বলিরহাট শাখা। চট্টগ্রামের কোতোয়ালি-বাকলিয়া আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘প্রতিবছর ১৫ই আগস্টে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতে এই চেয়ারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বসেন। তিনি না আসলে চেয়ারটি যত্নের সাথে ঢেকে রাখা হয়। নিরাপত্তা জনিত কারণে সবসময় এই চেয়ার দেখে এসেছি কিন্তু সেদিন এর ছবি তোলা কখনও সম্ভব হয়না। এবার সুযোগ হলো টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতে ১৫ই আগষ্টের আগে গিয়ে অবশেষে এর একটি ছবি তোলা। আমার নির্বাচনী আসন, কোতোয়ালি-বাকলিয়ার বঙ্গবন্ধু স্মৃতি সংসদ বলিরহাট সেই ৯০র দশকে, বাকলিয়ার ঐতিহ্য, কাঠের কাজের (কার্পেন্ট্রি) একটি নিদর্শন হিসেবে এই চেয়ারটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেন।’ তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার ঐতিহ্যের এই নিদর্শন এখনো সযত্নে ব্যবহার হচ্ছে। বাংলার তথা চট্টগ্রামের সাধারন কাঠের মিস্ত্রিদের হাতে তৈরি এই চমৎকার চেয়ারটিই বাংলাদেশের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার ব্যবহার করেন। কোনো বিদেশি দামী চামড়ায় মোড়ানো ব্রান্ডের রিভলভিং চেয়ার নয়, আমাদের বাকলিয়ার বলিরহাট বঙ্গবন্ধু পরিষদের উপহার, বাংলার সাধারণ কাঠমিস্ত্রীর শ্রমে ঘামে, নিজেদের হাতে কাজ করা, ভালবাসা আর ভক্তির সাথে তৈরি, এই উপহারে বঙ্গবন্ধুর প্রতি, শ্রদ্ধা সম্মানের মুজিব কন্যার প্রতি আন্তরিক ভালোবাসা, কি অকৃত্রিম ভাবে ফুটে উঠেছে।’ চট্টবীর খ্যাত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী সন্তান নওফেল আরও বলেন, ‘এটি নিখাদ ভালোবাসার নিদর্শন। কোনোদিন কোনো প্রচার মাধ্যমে প্রচারিত হয়নি এই ভালোবাসার কথা, এই শ্রদ্ধার কথা। চট্টগ্রামের মানুষের এই নিদর্শন, বাঙালির তীর্থের এই ঐতিহাসিক জায়গায় ঠায় দাড়িয়ে আছে। এই নিখাদ ভালোবাসাকে ধারন করেন মুজিব কন্যা, এখনো আছে সেটি এবং থাকবে। প্রতি বছর যত্নের সাথে ব্যবহৃত হয়। আর এজন্যই তিনি শেখ হাসিনা, তিনিই বাংলাদেশ। তিনি বঙ্গবন্ধুর কন্যা।’

মন্তব্য করুন

Your email address will not be published.