সিআরবি রক্ষায় সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তুলুন: অনুপম সেন

প্রাকৃতিক ঐশ্বর্য্য বিপন্ন করে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের অপচেষ্টার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন। রোববার (২৯ আগস্ট) বিকেলে সিআরবিতে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, ‘আমরা প্রাণ-প্রকৃতির প্রতি সুবিচার করিনি বলেই করোনার ছোবলে আজ মানবজাতি বিপন্ন। মানুষের বেঁচে থাকার জন্য প্রকৃতির ভারসাম্য অপরিহার্য। চট্টগ্রাম শহর পাহাড়, নদী আর সাগর ঘেরা জনপদ। প্রকৃতির বিপুল ঐশ্বর্য নিয়ে এই শহর গড়ে উঠেছে। অথচ আমরা নিজ হাতে সেই ঐশ্বর্যকে হত্যা করতে বসেছি। সিআরবির প্রাণ-প্রকৃতি বিপন্ন করে যারা হাসপাতাল করার অপচেষ্টা করছে, আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রামবাসীর কাছে— তাদের বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তুলুন।’

সভাপতির বক্তব্যে নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, ‘সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের জন্য কারা, কোন মহল ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে, তা আজ পরিস্কার। আমরাও হাসপাতাল চাই। হাসপাতাল করার জন্য চট্টগ্রাম বন্দর, রেল এমনকি সিটি করপোরেশনেরও অনেক জায়গা আছে। কিন্তু সিআরবির মতো একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গায় আমরা হাসপাতাল চাই না। এত প্রতিবাদের পরও সিআরবিতে হাসপাতাল করার পেছনে যারা উঠে-পড়ে লেগেছেন, তাদের স্বার্থটা কি? আসলে বর্তমান সরকারকে গণবিচ্ছিন্ন করার জন্য একটি অশুভ শক্তি চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ। নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, মমতাজ খান, মালেকা চৌধুরী, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, হুরে আরা বিউটি, লায়লা আক্তার এটলী, আঞ্জুমান আরা, তসলিমা নূরজাহান রুবি, আয়েশা ইব্রাহিম, উম্মে হাবিবা গিয়াস, জেনিফার আলম, কান্তা ইসলাম মিনু।

মন্তব্য করুন

Your email address will not be published.