আনোয়ারায় হঠাৎ লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

আনোয়ারা প্রতিনিধি:   চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত ৫দিন ধরে হঠাৎ করে সময় অসময়ে শুরু হয়েছে লোডশেডিং । কোনো পূর্ব পাবলিসিটি ছাড়াই দীর্ঘ সময় লোডশেডিং থাকায় চরম ভোগান্তির পড়েছে উপজেলার প্রায় ৭০ হাজারের বেশি গ্রাহক। ৩রা সেপ্টেম্বর শুক্রবার রাত থেকে হঠাৎ করেই শুরু হয় লোডশেডিং। আজব্দি এভাবে আশা যাওয়ার মধ্যেই ছিলো বিদ্যুৎ। উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও বিলের ৩৩হাজার বিদ্যুৎ লাইনের জাম্পার খুলে যাওয়াই বিদ্যুৎ লাইন বন্ধ রাখে। বিভিন্ন জায়গায় গাছ কাটার ফলে লাইন বিচ্যুতি হচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন লাইন ও খুটিতে গোলযোগ থাকায় লোডশেডিং হচ্ছে। গ্রাহকরা জানান,কোনো কারণে বিদ্যুৎ না থাকলে আগে থেকে পাবলিসিটি করতো কিন্তু পাবলিসিটি আর ঝড় বৃষ্টি ছাড়াই হঠাৎ এমন লোডশেডিং খুবই বিব্রত অবস্থায় পড়তে হয়েছে। দীর্ঘ লোডশেডিয়ে বিপাকে পড়েছে বয়স্ক রোগী,প্রসূতি মা ও শ্বাসকষ্ট জনিত রোগীরা। এই বিষয়ে আনোয়ারা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যনাজার আবুল মুমিত চৌধুরী বলেন, উপজেলার বোয়ালগাঁও এলাকায় ৩৩ হাজার ভোল্টেজ লাইনের কারিগরি ত্রুটির কারণে লাইন ছিড়ে গেছে। এছাড়াও প্রতিদিন সওজের কাজে বড় বড় গাছ কাটার কারণে তার ছিড়ে যাচ্ছে। যার ফলে পুরো উপজেলা জুড়ে লোডশেডিং দেখা দিয়েছে। খুব দ্রুত সময়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশ্বাস দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.