চট্টগ্রামে করোনায় একজনও মারা যায়নি আজ

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে একই সময়ে জেলাটিতে নতুন করে ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩। ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৭ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৯ জন। এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২। সেদিন করোনায় তিনজনের মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৮৯ জন। জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ৫৬২ জনের।

মন্তব্য করুন

Your email address will not be published.