রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিনদিন ব্যাপী উন্নত পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ’র আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প এবং জাইকা’র সহায়তায় প্রশিক্ষণটি শুরু হয়। প্রশিক্ষণটি উপজেলা সম্মেলন কক্ষে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও মৎস্য দপ্তরের ফিল্ড এ্যাসিসটেন্ট ওবাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প’র উপজেলা ডেভলাপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিনু চাকমা। প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেনন।