ঈদগাঁওতে কলেজ পড়ুয়া প্রতিবন্ধী শিক্ষার্থী চারদিন ধরে নিখোঁজ

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক কলেজ পড়ুয়া প্রতিবন্ধী শিক্ষার্থী তিনদিন ধরে নিখোঁজ হয়ে পড়েন। এখনো সন্ধান পায়নি তার পরিবার। জানা যায়, ঈদগাঁও ইউনিয়ন কালিরছড়া ভূতিয়া পাড়া ৬নং ওয়ার্ড়ের আবদুল আমিনের কন্যা ও ঈদগাঁও রশিদ আহমদ কলেজের একাদশ শ্রেনী শিক্ষার্থী ইয়াসমিন আক্তার। সে গত ২ অক্টোবর সকাল অনুমানিক ৯টার দিকে বাড়ী থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। যথা সময়ে বাড়িতে ফিরে আসায় এলাকার,আত্বীয় স্বজনের কাছে খোঁজখবর নেওয়ার পরও পাই নাই। প্রতি বন্ধী মেয়েটি নিখোঁজ হয়েছে। খুজাখুজির পরও সন্ধান না পাওয়ায় উক্ত দিন তার পিতা আবদুল আমিন ঈদগাঁও থানায় এক সাধারণ ডায়রী করেন। যার নং৭১। ইয়াসমিনের একটি প্রতিবন্ধী কার্ডও রয়েছে। কোন সুহৃদবান ব্যাক্তি ইয়াসমিনের খোঁজ পেলে ০১৮৩১-৭৩৮২ ৯৪ নাম্বারে যোগাযোগের আহবান জানান তার পিতা। স্থানীয় সচেতন যুবক মাহবুবুল আলমের মতে, ভ্রাম্যমান জিনিসপত্র বিক্রেতা অসহায় আবদুল আমিনের কন্যার খোঁজে সকলের সহযোগিতা কামনা করেন। ইয়াসমিন আক্তারের পিতা আমিনের সাথে কথা হলে তিনি তার কলেজ পড়ুয়া মেয়ে ৩ দিন ধরে নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন হতাশকন্ঠে।

মন্তব্য করুন

Your email address will not be published.