প্রতিপক্ষের টাকার জোরে মনোনয়নপত্র জমা দিতে পারেননি প্রার্থী!

সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহার এক ইউপি প্রার্থীর মনোনয়ন জমা নেননি সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস!এমনটাই অভিযোগ করেছেন উপজেলার ছদাহার ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মৃত আলি আহমদের পুত্র আব্দুর রাজ্জাক। আজ ১৫ই জানুয়ারী(শনিবার)দুপুর ১২টায় সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের নিচে সাংবাদিকদের এমন তথ্য জানান মেম্বার পদের প্রার্থী মোঃআব্দুর রাজ্জাক। এক বিবৃতিতে তিনি জানান গেলো ১১তারিখ ইউপি সদস্যপদে ফরম নিয়ে ১২ই জানুয়ারী জমা দিতে গেলে উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রাজ্জাকের ফরমে ভুল হয়েছে জানিয়ে জমা না নিয়ে আরেকটি নতুন মনোনয়ন জমা করেন। পরে নিয়মানুযায়ী ফরম আর ব্যাংকিং কাজ শেষ করে ১২তারিখ বিকালে পুনরায় জমা দিলে রিটার্নিং কর্মকর্তা অদৃশ্য কারণে ছদাহার ৩নং ওয়ার্ডের রাজ্জাকের মনোনয়ন জমা নেননি। উল্টো বিভিন্ন হুমকী দিয়ে বের হয়ে যেতে বলেন। এ বিষয়ে ভুক্তভুগী রাজ্জাক আরো বলেন আমি কমকর্তার পায়েও ধরেছিলাম কান্নাকাটি করি তবুও রিটার্নিং কর্মকর্তা আমার প্রতি সদয় হলোনা। আমি এটার বিরুদ্ধে কালকেই হাইকোর্টে রীট করবো-অন্তত কি কারণে আমার মনোনয়নপত্র জমা নিবেনা সেটাতো কর্তৃপক্ষ অবশ্যই বলবে। আমার মনে হয় রিটার্নিং কর্মকর্তা কারো থেকে টাকা খেয়ে আমার সাথে এই কাজ করেছে।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।
মন্তব্য করুন

Your email address will not be published.